About Razib

  বাবা মায়ের অনেক আদরের একমাত্র ছেলে  ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤নামঃ মো রাজীব হোসেন

পেশাঃ স্টুডেন্ট (বর্তমান)

পড়াশোনাঃ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এ পড়াশোনা করছি সিটি পলিটেকনিক ইন্সটিটিউটে।

জন্মস্থানঃ বাংলাদেশের প্রথম অস্থায়ী রাজধানীতে.......  স্বপ্নের জেলা চুয়াডাঙ্গায়।

🔴বাস্তব জীবনের  এই কঠিন পথটা পাড়ি দেওয়ার তাগিদেই  বর্তমানে খুলনাতে। জীবনে অনেক বড় কিছু করার ইচ্ছা আছে, পারবো কিনা জানি না তবে সবসময়ই নিজের সেরা টা দিয়েই চেষ্টা করি, এখন বাকি টা মালিকের হাতে। তবে মনে প্রানে বিশ্বাস করি যে মালিক আমাকে একবার সুযোগ দেবেই🙋। আর আমি এটা বিশ্বাস করি  যে জীবনে এমন অনেক সময় আসে যখন আমরা নিজেদের বিফলতা এবং হতাশার দায়ভার নিজের ভাগ্যের ওপর ছেড়ে দিই।তখন মনে হয় আমার ধারা কিছু হবে না । কপালের দোষ, কপাল টা মন্দ বলে এই কাজ টা বুজি হয় নাই। আমার ধারা কিছুই হবেনা । কিন্তু এই ধরনের চিন্তাই মূলত আমাদের সফলতার পথে বাঁধা। মানুষ পারেনা এমন কাজ খুবি কমই আছে । আপনি এগিয়ে যান কারন আপনি জানেন না আপনি সফলতার কত নিকটে আছেন । 

জীবনকে যত কঠিন ভাবে নেয়া হয় সুখ তত দূরে চলে যায়।আর মানুষের জিবন টা ততই কঠিন হয়ে যায় । মানুষ নিজের জীবনে কিছু নেতিবাচক ধারণা পোষণ করে যা তার সফলতার পথে সবচাইতে বড় বাঁধা হয়ে দাঁড়ায়। অথচ এই ব্যাপারটি আমরা নিজেই বুঝতে পারি না, বরং ভাগ্যকে দোষ দিয়ে থাকি সব সময়। কিন্তু এতে কোন লাভ নেই। ভাগ্যকে দোষ দিয়ে আমরা সত্য ঢাকতে পারবো না। তাই মেনে নিন জীবনের কিছু চরম সত্যগুলো। দেখবেন জীবনটা কত সহজ হয়ে গেছে। সফলতাও ধরা দেবে আপনার হাতে। সুখী হবেন জীবনে। ভাগ্য পরিবর্তন করার জন্যে নিজের ইচ্ছে টাই বড় মূলধন। [প্রমাণিত]      


 



                               ⤵
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤Single❤❤❤❤❤❤❤
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
                                 ~ 

ℹLegal information:- Still  Im Single.

👉Favourite item:
ℹবিভিন্ন ধরনের বই পড়া।
ℹমজা করা,তর্ক করা অনেক ভালো লাগে।
ℹঅভিনব কোনো কাজ করতে ভালো লাগে।
ℹপাবলিক প্লেসে কাপল দেরকে ডিস্টার্ব করা😀 (only fun)
ℹনিজের প্রয়োজনে যেকোন কাজ করতে অঢেল ইচ্ছা থাকে সবসময়ই।
ℹহালকা করে পড়াশোনা করা
ℹফানি মুডে থাকতে ভালো লাগে(সবসময়ই)
ℹপূর্নিমার সাথে রোমান্টিক ডেইটে যাওয়ার ইচ্ছা আছে, হবে কি জানি নাহ।
❤1st ক্রাস তো তাই❤
ℹবন্ধুদের সাথে ঘুরতে ভালো লাগে।
ℹহাতে হাত…..চোখে চোখ রেখে একসাথে হাটতে ভালো লাগে।
ℹগল্প করা & জগড়া করা।
ℹনিয়মিত ঘুরতে যাওয়া (without GF)
ℹক্রাশ খাইয়েই মূলত বিকালের খিদা পূরন করা লাগে।
ℹসারাদিন ফেসবুকের নিউজ ফিডে ঘোরাঘুরি।
ℹঅনলাইনে বিভিন্ন তথ্য ঘাটাঘাটি ইত্যাদি ইত্যাদি।.....
♨♨♨♨♨♨♨♨♨♨♨♨

👉👉👉
👉👉
👉Favourite Game: Football

👉Favourite Colour: Red

👉Favourite Place: Bedroom

👉Favourite Singer: ♨জেমস♨

👉Favourite Actor: মোশাররফ করিম

👉Favourite Cinema: Robot

[এইটুকু জায়গায় এতো কাহিনী লেখা আদৌ সম্ভব না, তারপরও যতদূর সম্ভব লিখলাম]

                      ↓Scroll↓
                      ↓Down↓

                            ↓
                            ↓
                            ↓
                            ↓
                            ↓
                            ↓
                            ↓
                            ↓
                            ↓
                            ↓
                            ↓
                            ↓
                            ↓
                            ↓
                            ↓
                            ↓
                            ↓
                            ↓
                            ↓
                            ↓
 🔴বাস্তববাদীঃ বাল্য থেকেই বুঝে আসছি আসলেই টাকার  অনেক মূল্য, যার টাকা আছে তার কোনো কিছুর অভাব না।  কিছু কথা-

জীবন এত ক্ষণস্থায়ী বলেই মাঝে মাঝে সবকিছু এমন সুন্দর মনে হয়।


বেশি দিন ভালবাসতে পারে না বলেই ভালবাসার জন্য মানুষের এত হাহাকার।


তুমি যদি কাউকে হাসাতে পার, সে তোমাকে বিশ্বাস করবে। সে তোমাকে পছন্দও করতে শুরু করবে।


হৃদয়ের গভীরে যার বসবাস, তাকে সবকিছু বলতে হয় না। অল্প বললেই সে বুঝে নেয়।


মানবহৃদয় আয়নার মত। সে আয়নায় ভালবাসার আলো পড়লে তা ফিরে আসবেই।


কাগজে-কলমে কোন সৌন্দর্যের যথার্থতা ব্যাখ্যা করা সম্ভব নয়। সৌন্দর্যের মুখোমুখি গিয়ে দাঁড়াতে হয়।


 সুখী হওয়ার একটা অদ্ভুত ক্ষমতা আছে মানুষের। এ জগতে সবচেয়ে সুখী হচ্ছে সে, যে কিছুই জানে না। জগতের প্যাঁচ বেশি বুঝলেই জীবন জটিল হয়ে যায়।


সব শখ মিটে গেলে বেঁচে থাকার প্রেরণা নষ্ট হয়ে যায়। যেসব মানুষের শখ মিটে গেছে তারা অসুখী।


যার কাছে ঘুম আনন্দময় সে-ই পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। অতি সামান্য জিনিসও মানুষকে অভিভূত করে ফেলতে পারে।


খুব বেশি সুন্দর কোন কিছু দীর্ঘস্থায়ী হয় না। খুব ভাল মানুষরাও বেশি দিন বাঁচে না। স্বল্পায়ু নিয়ে তারা পৃথিবীতে প্রবেশ করে।


যখন কেউ কারো প্রতি মমতা বোধ করে, তখনই সে লজিক থেকে সরে আসতে শুরু করে। মায়া-মমতা-ভালবাসা এসব যুক্তির বাইরের ব্যাপার।


বেশি নৈকট্য দূরত্বের সৃষ্টি করে। প্রিয়জনদের থেকে তাই দূরে থাকাই ভাল। সম্পর্ক স্থির নয়, পরিবর্তনশীল।


অতি দ্রুত যে সম্পর্ক গড়ে ওঠে, উষ্ণতা কমে যেতেও তার সময় লাগে না।


স্মৃতি সুখ বা দুঃখের যাই হোক, সবসময়ই কষ্টের। দুঃখ-কষ্ট-বেদনা ছড়াতে হয় না। ছড়িয়ে দিতে হয় আনন্দ। দুঃখ ভুলে যাওয়া কঠিন। তবে সুখস্মৃতি মনে রাখা তার চেয়েও একটু বেশি কঠিন।


মোহের কাছে পরাজিত হওয়া ঠিক নয়। কিন্তু খুব কম মানুষই মোহযুদ্ধে অপরাজিত থাকে।


সুন্দর স্বপ্ন আফসোসেরও কারণ। বাস্তবতা যতই মধুরই হোক, স্বপ্নের মত হয় না। স্বপ্ন পূরণ হতেই হবে সেটা কিন্তু সত্যি নয়। স্বপ্ন দেখতে হয় আর সেটার জন্য কাজ করতে হয় - এটা হচ্ছে সত্যি।


প্রতিজ্ঞা করার আগে তাই একটু হলেও ভাবা উচিত। মিথ্যা দিয়ে হাসানোর চেয়ে সত্য বলে কাঁদানোই শ্রেয়।


চোখের জলের মত পবিত্র কিছু নেই। এই জলের স্পর্শে সব গ্লানি-মালিন্য কেটে যায়।


কিছু কথা শুধু নিজের ভেতর রাখো। দ্বিতীয় কেউ জানবে না। কোনভাবেই না। দুই জন জানলে বিষয়টা গোপন থাকে। তিনজন জানলে নাও থাকতে পারে। আর চারজন জানা মানে সবাই এক সময় জেনে যাবে।


রহস্য সৌন্দর্যের সৃষ্টি করে। কৌতূহলেরও জন্ম দেয়।


বলার আগে শুনে নাও, প্রতিক্রিয়া দেখানোর আগে চিন্তা কর, সমালোচনার আগে ধৈর্য্য ধর, প্রার্থনার আগে ক্ষমা চাও, ছেড়ে দেয়ার আগে চেষ্টা কর।


না চাইতেই যা পাওয়া যায়, তা সবসময় মূল্যহীন।


পায়ের আলতা খুব সুন্দর জিনিস। কিন্তু আলতাকে সবসময় গোড়ালীর নিচে পড়ে থাকতে হয়, এর উপরে সে উঠতে পারেনা।


অতিরিক্ত যেকোন কিছু পতন নিয়ে আসে। সবকিছু তাই নির্দিষ্ট সীমায় রাখাই শ্রেয়।


চুপ থাকা খুব সহজ একটা কাজ। পারস্পরিক বহু সমস্যার সমাধান শুধু চুপ থাকলেই হয়ে যায়। কিন্তু মানুষের সবচেয়ে বড় অযোগ্যাতা হচ্ছে সে মুখ বন্ধই রাখতে পারে না, অপ্রয়োজনে অনর্গল বকে যায়।


দুর্নামকারীরা সাধারণত আড়ালপ্রিয়। সামনে ভাল মানুষ সেজে বসে থাকে।


বুদ্ধিহীনরা তর্কবাজ হয়। নিজের বুদ্ধির অভাব তর্ক দিয়ে ঢাকতে চায়।


বিচার যখন থাকে না, সমস্যার সমাধানও হয় না। সব সমস্যা বরং পুঞ্জীভূত হয় আরও। আমাদেরও তাই হচ্ছে।


পরিস্থিতিই মানুষকে তৈরি করে। পরিস্থিতি যখন বদলে যায়, মানুষও তখন পাল্টে যায়। মানুষ আসলে জলের মত। পাত্রের সঙ্গে সঙ্গে সে তার আকার বদলায়।


এই পৃথিবীর প্রতিটি দিনই সম্ভাবনার। সম্ভাবনাময়ী এখানে আসলে আমাদের প্রতিটি মুহুর্তই।


মানবজাতি ধীরে ধীরে সব সুযোগকেই উপলদ্ধি করবে। অবশ্যই সব সম্ভাবনাকে বাস্তবে রূপ দিবে।


উপকার করার পর 'করেছি' বলার চেয়ে সাহায্য না করাই শ্রেয়।


জীবনের জটিল ও মূল বিষয়গুলো মানবজাতির কাছে রহস্যাবৃত হয়ে থাকে। এর চেয়ে সুন্দর আর কী হতে পারে?


চলতে শুরু না করলে পথ হারাবার ভয় থাকে না। কিন্তু তাতে গন্তব্যে পৌছানোর আশাও ফুরিয়ে যায়। মৃত্যুপথযাত্রী মানুষ কারও কাছ থেকে বিদায় নেয় না। মায়া নামক ভ্রান্তি তাকে ত্যাগ করে। গ্রাস করে তখন ভয় নামক অনুভূতি। মৃত্যু ভয়াবহ নয়, কুৎসিতও নয়। এর সৌন্দর্য জন্মের চেয়ে আসলে কোন অংশে কম নয়। এই অংশের সাথে পরিচিত নই বলেই আমরা একে এত ভয় পাই।


ভয়াবহ বিপদ কিংবা দুর্যোগের সামনে মানুষ অসহায় হয়ে পড়ে। একে অন্যের কাছে আশ্রয় খোজেঁ, আশ্রয় খোঁজে প্রকৃতির কাছে। সবাই দাঁড়িয়ে যায় একই কাতারে। বৈষম্য ও অনাচার বেষ্টিত এই আবাসভূমি হয়ে যায় সাম্যবাদের উৎকৃষ্ট নিদর্শন। বড় ধরণের বিপদ-আপদের প্রয়োজন তাই পৃথিবীতে এখনও আছে।প্রতিটি বিপদের দুটি অংশ থাকে। বিপরীত অংশটি হল জীবন।


নগদ টাকা আলাদীনের চেরাগের মত। হাতে থাকলে পৃথিবী নিজের হয়ে যায়।


পথ কখনও শেষ হয় না। দীর্ঘ ভ্রমণের পর গন্তব্যে পৌছেও কেউ স্থির থাকে না। ছুটতে শুরু করে অন্য কাজে, অন্য পথে, অন্য আরেক লক্ষ্যস্থলে।


এক একটি দিন শেষ করে আমরা এগুতে থাকি চুড়ান্ত যাত্রার পথে। মানবমৃত্যুই পথের সমাপ্তি। নিরন্তর ছুটে চলা মানুষের শেষ গন্তব্য। সবাই মারা যায়। কিন্তু সবাই চলে যায় না।


নিঃস্বার্থ কর্মী মানুষরা মৃত্যুর পরও থেকে যায়, কর্মপূণ্যে থেকে যায় মানুষের মনে - যুগের পর যুগ ধরে।


সৎ থাকো। অবশ্যই সুখী হবে।

***  

🚶                                                🚶
🚶                                                🚶
🚶                                                🚶
🚶                                                🚶
🚶                                                🚶 🚶                                                🚶 🚶                                                🚶
🚶                                                🚶
🚶                                                🚶
🚶                                                🚶
🚶                                                🚶
🚶                                                🚶
🚶                                                🚶
🚶                                                🚶
🚶                                                🚶
                                              ⤵⤵⤵⤵⤵⤵⤵⤵⤵⤵⤵⤵⤵⤵⤵⤵⤵⤵⤵⤵⤵⤵⤵⤵⤵⤵⤵⤵⤵⤵⤵⤵⤵⤵⤵⤵⤵⤵⤵⤵⤵⤵
🔴ℹℹℹℹযোগাযোগ:ℹℹℹℹ🔴

👉ফেসবুকঃ- https://www.facebook.com/laureateboy.rajib

👉ফ্যান পেজঃ- https://www.facebook.com/pg/5Razib/community/

👉টুইটারঃ- https://twitter.com/Razib56?s=07

👉ইমোঃ- https://call.imo.im/Anonymous.56

👉ইন্স্ট্রাগ্রামঃ- https://www.instagram.com/_n/user?utm_campaign=ig_recap_digest&utm_medium=email&target_user_id=6730029400&username=razib.71&ndid=578d7eef049c5G24bc2e6c1e5958G578d838864c97G34b&su_index=0

👉হোয়্যাটসএপঃ-  v.whatsapp.com/925183

👉ইউটউবঃ- https://www.youtube.com/channel/UCXIeMSxoF9MYb1oXg5l3ksg

০১৩০৩২১৭২৪০

❌❌❌❌❌❌❌❌❌❌❌❌❌❌

✔Im a Common people.

    ❤For more information to❤    
               contact my page.
       🔝Thanks For Reading. 🔝


Comments

Popular posts from this blog

Android Army BD®